শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

মেসেজিং অ্যাপ জায়ান্ট লাইন গ্রাহকদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবা দেবে!

মেসেজিং অ্যাপ জায়ান্ট লাইন গ্রাহকদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবা দেবে! গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নিজস্ব সিম কার্ডের মাধ্যমে মোবাইল ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষনা দিয়েছে কোম্পানিটি। প্রাথমিকভাবে শিগগিরই জাপানে ‘লাইন মোবাইল’ নামে নিজস্ব সিম কার্ড চালু করবে প্রতিষ্ঠানটি। লাইন কর্পোরেশনের পরিচালক জুন মাসাদা লাইন কনফারেন্স টোকিও ২০১৬ আনুষ্ঠানে কোম্পানির এই পরিকল্পনার কথা জানান। লাইন মোবাইল সেবার মাধ্যমে শুধু লাইন অ্যাপ নয়, ফেইসবুক ও টুইটার ব্যবহার করা যাবে। লাইন মিউজিক স্ট্রিমিংয়েও গ্রাহককে কোনো ফি দিতে হবে না। ছবি আপলোড, দেখা বা ঐ তিনটি ওয়েবসাইটের সকল বিষয়ই দেখা যাবে বিনামূল্যের এই ইন্টারনেটে। অনুষ্ঠানে লাইন মোবাইল সিমের উম্মোচন করেন মাসাদা। এ সময় তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য মিউজিক স্ট্রিমিং সেবার সাথে পার্টনারশীপের মাধ্যমে তাদের সেবাও বিনামূল্যে ব্যবহারের সুযোগ দেওয়া হবে। আপাতভাবে জাপানে এই সেবা দেওয়ার জন্য সেখানকার এটিটি ডোকোমো’র নেটওয়ার্ক ব্যবহারের জন্য চুক্তি করেছে লাইন। প্রতিমাসে ৪.৪০ ডলারের বিনিময়ে অন্যান্য ওয়েবসাইটগুলো দেখার সুযোগ পাবে গ্রাহকরা। তবে আগামীতে স্মার্টফোনের সাথেই বান্ডেল আকারে এটি সরবরাহ করার পরিকল্পনা করছে লাইন। জাপানের পর ধারাবাহিকভাবে অন্যান্য দেশেও একই ধরণের সেবার পরিকল্পনা থাকলেও কবে নাগাদ সেটা শুরু হবে তা জানায়নি লাইন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন